নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মাঃ ইলিয়াস (৩৪), মোঃ ইউনুচ (২০), মোঃ আব্দুল কাদের (৩০), শামসুন্নাহার (২৭) ও সাদেকুর রহমান(১৯)। শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী চট্টগ্রামে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, ২৮ নভেম্বর দিনব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে বন্দর,পাহাডতলী ও পাচলাইশ সার্কেল পরিদর্শক এর নেতৃত্বে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মৃত নবী হোসেনের পুত্র মোঃ ইলিয়াসকে কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকা থেকে ২ হাজার ৩শ পিস ইয়াবসহ গ্রেফতার করে বন্দর সার্কেলর সহকারী উপ পরিদর্শক মোঃ কামাল হোসেন। পরে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপরদিকে পাহাড়তলী সার্কেলর উপ পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম কোতোয়ালি থানাধীন বৌদ্ধ মন্দির এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো: নুরুল ইসলামের পুত্র মোঃ ইউনুচকে ১ হাজার ২শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অন্যদিকে পাচলাইশ সার্কেলর সহকারী উপ পরিদর্শক মোঃ মনির হোসেন বাকলিয়া ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো: শহিদুল ইসলামের পুত্র মোঃ আব্দুল কাদেরকে ৯শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। একই টীম বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর বশরুজ্জামান চত্বরে অভিযান পরিচালনা করে নূর মোহাম্মদের স্ত্রী মাদক ব্যবসায়ী শামসুন্নাহারকে তল্লাশি করে ২ হাজার ১শ পিস ইয়াবাসহ গ্রেফতার করে উভয়কেই বাকলিয়া থানায় বাদী হয়ে দুটি নিয়মিত মামলা দায়ের করেন। একই টীম কোতোয়ালি থানাধীন কেসিদে রোড এলাকায় অভিযান পরিচালনা করে রশিদ আহমেদ এর পুত্র সাদেকুর রহমানকে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। সহকারী উপপরিদর্শক মোঃ মনির হোসেন কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।