নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক অভিযান চালিয়ে ১ কেজি গাজাসহ ১০ মাদক সেবীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মোঃ বাবুল (৪৬), মোঃ জাকির হোসেন (২৮), হজরত আলী (৩০), মোঃ সাইফুল ইসলাম (৩০), মোঃ মোঃ ফাকির সোহেল (৩৮), মোঃ খায়রুল (৩১) মোঃ রেজাউল করিম (৩১), আবু নোমান (২৬), মোঃ ইয়াসিন (১৯) ১০)মোঃ রবিউল (৫৫)। বুধবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে ভ্রম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদ- প্রদান করা হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, ২৮ এপ্রিল সকাল সাড়ে ১১টায় হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম এর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সকল সার্কেল ও সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক এর সমন্বয়ে মহানগরীর জানারখিল, আকবরশাহ, আমবাগান, খুলশী, পোস্তাগোলা,ডবলমুরিং, রেল স্টেশন,গোয়াল পাড়া, লালদিঘী,ও কোতয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জন মাদক সেবন কারীকে ১কেজি গাঁজা ও সেবনের সামগ্রীসহ গ্রেফতার করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ আশরাফুল আলম আটককৃদদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ধৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন।