আজগর হোসেন ছাব্বির, দাকোপ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের উদ্যোগে দাকোপে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার বেলা ১২ টায় চালনা এম এম কলেজ মাঠে সংরক্ষিত আসনের এমপি এ্যাডঃ গ্লোরিয়া সরকার ঝর্ণা প্রধান অতিথি হিসাবে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এই ত্রান বিতরন করেন। রেড ক্রিসেন্টের খুলনা জেলা ইউনিট কর্মকর্তা মইনুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, খুলনা জেলা পরিষদ সদস্য জয়ন্তী রাণী সরদার, দাকোপ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, উপজেলা আ’লীগনেতা সমারেশ রায় ঘরামী, অধ্যাপক সুপদ রায়, বিনয় কৃষ্ণ সরদার, যুবলীগনেতা রতন মন্ডল, ছাত্রলীগনেতা আলামিন শেখ, আজগর হোসেন বাপ্পি, ফয়সাল শরীফ, রাসেল কাজী প্রমুখ। অনুষ্ঠানে ১৩৫ পরিবারে পরিবার প্রতি ৪৫০০ টাকা ও বীজ, ৩০০ পরিবারে ফুড প্যাকেজ, ৭০ পরিবারে হাইজিন পার্সেল, ১০০ পরিবারে তারপোনিল, ১০০ পরিবারে ঘর মেরামত যন্ত্র, ৬৫ পরিবারে মহিলাদের জন্য ডিক এবং ৭০০ পানির বোতল ও মাস্ক বিতরন করা হয়।