দাকোপ প্রতিনিধি : দাকোপ সদর পারচালনা এলাকায় পূর্ব শত্রুতার জেরে বাড়ীর প্রধান গেট আটকে দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দাকোপ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।
লিখিত অভিযোগে প্রকাশ, পারচালনা গ্রামের দীপক সানার প্রতিবেশী শিবপদ মন্ডল ও নিহার মন্ডল পূর্ব শত্রুতার জেরে শনিবার সকালে তার বাড়ীর প্রধান গেটটি বন্দ করে দেয়। ফলে বর্তমানে দীপক সানার পরিবার নিজ বাড়ীতে অবরুদ্ধ অবস্থায় আছে। এ ঘটনায় ওই বাড়ীর গৃহবধু দাকোপ উপজেলা হাসপাতালের সিনিয়র ষ্টার্ফ নার্স ঝর্ণা রায় শনিবার হাসপাতালে দায়িত্ব পালনে যেতে পারেনি। জানা গেছে দীপক সানার ব্যবহ্নত পথটি খুলনা শহরের জনৈক রুস্তুম মোল্যার পরিত্যক্ত জমি। জমির মালিকের সম্মতিতে দীপক সানা দীর্ঘদিন ওই পথটি ব্যবহার করে আসছে। কিন্তু প্রতিবেশী শিবপদ গংদের গাছ দীপকের বসত ঘরের চালের ক্ষতি সাধনের প্রতিবাদ করায় এবং শিবপদ গংদের চাহিদামত নিজ বসত ভিটের মাঝ দিয়ে পথ না দেওয়ায় তারা দীপক সানার পথ আটকে দিয়েছে। এ ঘটনায় দীপক সানা বাদী হয়ে দাকোপ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।