দাকোপে নানা আয়োজনে কমিউিনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশঃ ২০২০-১০-৩১ - ১৭:০৭

দাকোপ প্রতিনিধি : “মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপে নানা আয়োজনে কমিউিনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে।
দিবসটি পালনে দাকোপ থানার আয়োজনে শনিবার সকাল ১০ টায় দাকোপ থানা চত্বর থেকে ব্যানার ফেস্টুনসহ এক বর্ণাঢ্য র‌্যালী চালনা বাজার প্রদক্ষিন করে বৌমার গাছতলায় পথ সভার মাধ্যমে শেষ হয়। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান এবং দাকোপ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, ওসি তদন্ত স্বপন কুমার রায়, উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শেখ যুবরাজ, চালনা পৌরসভা পুলিশিং কমিটির সভাপতি সরদার রুহুলামিন, সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সাবেক চেয়ারম্যান সঞ্জয় মোড়ল, শেখ সাব্বির আহম্মেদ, চালনা পৌরসভার কাউন্সিলর আব্দুল গফুর সানা, অসিত কুমার সাহা, রুস্তুম আলী খান, রবীন্দ্রনাথ সরদার, আইয়ুব আলী কাজী, দেবাশীষ ঢালী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, আব্দুল ওয়াহেদ গাজী, নারী নেত্রী নাসিমা বেগম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, সম্পাদক জিএম রেজা, সাবেক সভাপতি শিপন ভূইয়া, সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, শেখ মোজাফ্ফার হোসেন, সাংবাদিক জিএম আজম, বিধান চন্দ্র ঘোষ, এস এম মামুনুর রশিদ, যুবনেতা বিধান বিশ্বাস, এস আই অখিল রায়, মমিনুর রহমান, প্রসাদ কুমার চাকি, ফারুক হোসেন, ইকরাম ফারুক, রকিবুল ইসলাম, আবু সায়েম, হাফিজুর রহমান, এ এস আই জাহিদুল ইসলাম, আজিজুল ইসলাম, রবিউল ইসলাম, শেখ ইসলাম, মনিরুল ইসলাম, আবুল হাসান, শরীফ উদ্দিন, শামিম আরা, আবু জাফর, ইউসুফ আলী প্রমুখ।