ইউনিক প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার বিতরন করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের খুলনা সদর থানার নেতৃবৃন্দরা। ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালিত হয়। সারাদেশে দিনটি জাতীয় শিশু—কিশোর দিবস হিসেবে উদযাপিত হয়েছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু—কিশোর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্বৃতি স্তম্ভে পুস্প স্তবক অর্পন করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের খুলনা মহানগর, জেলা, সদর থানা এবং সোনাডাঙ্গা থানা কমিটির নেতৃবৃন্দসহ সকল কর্মীরা। খুলনা সদর থানার উদ্যোগে দোয়া ও ইফতার বিতরন করা হয়। এ ইফতার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো: আলী আকবর টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সোনাডাঙ্গা মডেল থানার যুগ্ন আহবায়ক মো: কামরুল ইসলাম। বঙ্গবন্ধু সৈনিক লীগের খুলনা মহানগরের আহবায়ক মো: মোস্তফা কামাল, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুন্নাসহ থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। খুলনা সদর থানার সভাপতি মো: মনিরুজ্জামান মিন্টু দুর্ঘটনার শিকার হয়ে শারীরিক অসুস্থাজনিত কারনে উপস্থিত থাকতে পারেননি। বঙ্গবন্ধু সৈনিক লীগের সদর থানা কমিটির সাধারন সম্পাদক মো: সজিব হোসেন সুরুজ, সাংগঠনিক সম্পাদক শেখ জোবায়ের রহমান, সদস্য মো:আশিকুর রহমান, মোহাম্মদ জুবায়ের আহমেদ আকাশ,মাহিনুর রহমান সিয়াম, ইমন হাসান পাভেলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।