ফকিরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

প্রকাশঃ ২০২৪-০৯-২৫ - ১৮:৩০

নিজস্ব সংবাদদাতা:

বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার নেতাকর্মীরা বুধবার সকাল এগারোটায় ফকিরহাট উপজেলা মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন পালন করেন। এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার আমীর এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারি আবুল আলা মাসুম, রাজনৈতিক টিম সদস্য অধ্যাপক মোফাজ্জেল হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন ফ্যাসিস্ট খুনি হাসিনাসহ তার দোসরদের পূর্নবাসনে সহায়তা করে যাচ্ছেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন। জনগণের টাকায় বেতন নেওয়া আওয়ামীলীগের দালাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকিরহাটের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। অনতিবিলম্বে তাকে ফকিরহাট উপজেলা থেকে অপসারণ করতে হবে। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল আলা মাসুম বলেন আওয়ামীলীগের দালাল উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন দুর্নীতিবাজ,ভোট চোর, আওয়ামী জালিমদের নিয়ে এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদের পুনর্বাসনের চেষ্টা করছে,শান্তি প্রিয় ফকিরহাট বাসীকে অশান্ত করে তুলেছে, অনতিবিলম্বে তাকে অপসারণ করতে হবে। অন্যথায় আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীসহ অসংখ্য জনসাধারণ অংশগ্রহণ করে।