আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা মামলা ও ক্ষতিপূরণের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৭ সেপ্টেম্বর সকালে খুলনা প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন পালন করে। এ সময় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান শামুল হক শাওন। মানববন্ধনে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাংবাদিক এইচ আলাউদ্দীন ও আব্দুর রাজ্জাক রানাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে ১২৮টি মামলা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে করা হয়। দ্রুত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও ক্ষতিপূরণ দিতে হবে তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।