প্রতিদিন বইমেলা প্রতিজনে একটি বই, এই শ্লোগানকে ধারণ করে আলোঘর প্রকাশনা ‘দিশা’ পরিচালিত একটি সামাজিক উদ্যোগে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু করেছে একদিন বা দুইদিন ব্যাপি ভ্রাম্যমাণ বইমেলা। শিক্ষার্থীদের সৃজনশীল ও মননশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আলোঘর প্রকাশনার স্বত্বাধিকারী মোঃ সহিদ উল্লাহ ভ্রাম্যমাণ বইমেলার কার্যক্রমের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় ১৬ ও ১৭ অক্টোবর ২০২৩ ফুলতলা রি— ইউনিয়ন স্কুল এন্ড কলেজ এবং ১৭, ১৮ ও ১৯ অক্টোবর ২০২৩ করিমুন্নেছা মডেল স্কুল, ফুলতলা, খুলনা প্রঙ্গনে বইমেলা অনুষ্ঠিত হয়। আলোঘর প্রকাশনার উদ্যোগে খুলনাতে বিভিন্ন প্রতিষ্ঠানে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। খুলনা জিলা স্কুল, করোনেশন বালিকা বিদ্যালয়, সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়, হ্যারম্যান মেইনার স্কুল, খুলনা কলেজিয়েট স্কুল, রেভারেন্ড পলস হাই স্কুল, ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও খুলনা বিশ্ববিদ্যালয়। জানুয়ারীর ১৫ ও ১৬ তারিখ খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে এ বইমেলা অনুষ্ঠিত হয়। খুলনা জিলা স্কুলে ২২ ও ২৩ তারিখ এ বইমেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও খুলনা লায়ন্স স্কুল এন্ড কলেজ ২৫ তারিখ এবং খালিশপুর রোটারি স্কুলে ২৫ তারিখ একদিন ব্যাপি এ বইমেলা অনুষ্ঠিত হবে। আলোঘর প্রকাশনার মার্কেটিং অফিসার হাকিম সানা বলেন, ভাম্যমান এ বইমেলার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বই পৌছে দেয়ার চেষ্টা করছে আলোঘর প্রকাশনা। এতে করে বই পড়–য়াদের বইয়ের প্রতি আগ্রহ অনেক বাড়বে বলে তিনি মন্তব্য করেন। শিক্ষার্থীরা এ মেলা থেকে ২৫—৩০% পর্যন্ত ছাড়ে বই ক্রয় করতে পারবেন বলে তিনি জানান। খুলনা জিলা স্কুলের শিক্ষার্থী তাহমিদ আদনান বলেন, আমি আমার একটি পছন্দের গল্পের বই ক্রয় করেছি। আর আম্মু আমাকে একটি ফিজিক্স বই ক্রয় করে উপহার দিয়েছে। অন্য এক অভিভাবক বলেন, বই মেলা থেকে ছেলে এবং মেয়ের জন্য বই ক্রয় করেছি। এরকম ভাম্যমান বই মেলার আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে ভালো একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মন্তব্য করেন।