সিটি রিপোর্টার : মাছের ব্যবসার নামে প্রতারনা করে পনেরো লক্ষ টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন একজন ব্যবসায়ী। ব্যবসায়ীর নাম শহিদুল ইসলাম। তিনি বৃহস্পতিবার বেলা ১১:৩০টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। অভিযুক্ত ব্যক্তির নাম রফিকুল ইসলাম রাফি(৩৫), পিতা: সিরাজুল ইসলাম, সাং- ৭ নং বেলায়েত হোসেন সড়ক,রুপসা,খুলনা। সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, প্রায় ৯ মাস পূর্বে মোঃ রফিকুল ইসলাম রাফি, পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং-বিডি সিরিমস ট্রেডিং, (অফিস) ৭নং বেলায়েত হোসেন সড়ক, রূপসা, খুলনা কে পাটনারসীপ ব্যবসা করার জন্য ৎপনের লক্ষ টাকা দেই। উক্ত টাকার বিপরীতে তিনটি মেঘনা ব্যাংক লিঃ খুলনা শাখার চেক প্রদান করেন রফিকুল ইসলাম। আমার এবং রফিকুল ইসলামের সাথে একটি চুক্তি হয় যে, ব্যবসার লভ্যাংশ থেকে প্রতিমাসে রফিকুল ইসলাম রাফি আমাকে চল্লিশ হাজার টাকা অংশীদার হিসাবে দিবেন। কিন্তু রফিকুল ইসলাম এ পর্যন্ত একবার লভ্যাংশ থেকে টাকা প্রদান করেন। গত ১৫ নভেম্বর তার মোবাইল নম্বরে ফোন করলে সে আমাকে লভ্যাংশের টাকা দিবেন বলে জানান। পরবর্তীতে সে টাকা না দিলে ২৫ শে নভেম্বর তার দেয়া ঠিকানার বাড়ীতে গিয়ে দেখি যে সে এখন সেখানে থাকেন না। পরবর্তীতে তার অফিসে গেলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে জীবন নাশের হুমকি দেন। আর বলে যে, তুই কিসের টাকা পাবি? তুই আমার কাছে কোন টাকা পাবি না। পরবর্তীতে যদি টাকা চাইতে আসিস তবে তোকে জীবনের মত শেষ করে ফেলব। তিনি আরো বলেন, এই রফিকুল ইসলাম আরো কয়েকজনের সাথে এরুপ প্রতারনা করেছেন। এ বিষয়ে থানায় সাধারন ডায়েরী করা হয়েছে বলে তিনি জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহিদুল ইসলাম বলেন, রফিকুল ইসলাম পেশায় একজন মাছ ব্যবসায়ী। আমিও মাছের ব্যবসা করাতে সে সুবাদে তার সাথে অংশীদার হিসাবে আমি ব্যবসা করতে চেয়েছিলাম। এখন সে আমার প্রাপ্য টাকা না দিয়ে উল্টো আমাকে জীবন নাশের হুমকি দিচ্ছেন। খুলনা সদর থানায় তার এ হুমকির বিষয়ে সাধারন ডায়েরী করা হয়েছে বলে তিনি জানান।