জয় মহন্ত অলক , ঠাকুরগাঁও : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষা সৈনিক মরহুম মুহাম্মদ দবিরুল ইসলামের ৫৭ তম মৃত্যু বাষির্কী ও স্বরণ সভা পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বামুনিয়া গ্রামে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুমের সহধমিণী মিসেস আবেদা খাতুনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, জেলা আ:লীগের সহ-সভাপতি অ্যাড মকবুল হোসেন বাবু,মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন, জেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম টুলু, মাজারুল ইসলাম সুজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সদর উপজেলা আ:লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, বালিয়াডাঙ্গী উপজেলা আ:লীগের সভাপতি আলহাজ¦ মোহাম্মদ আলী, মরহুমের ছেলে পারিয়ার ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব বুলবুল,ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাশ প্রমূখ।
উল্লেখ্য, বাঙ্গালির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ভাষা সৈনিক মরহুম মুহম্মদ দবিরুল ইসলাম ১৯২২ খ্রীস্টাব্দের ১৩ ই মার্চ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাধীন বামুনিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।