রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার শেষ দিন শনিবার বিকাল ৪ টায় মেলায় সরকারি বেসরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬৩ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে শুভেচ্ছা পুরষ্কার ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় ৩ টি প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাঈদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্যা আঃ রউফ, প্রানী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মিয়া, সহকারি প্রোগ্রামার মোঃ আসাদুজ্জামান প্রমুখ। এর পূর্বে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।