পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটা কাঁচা শাক সবজির বাজারে আগুণ। গত এক সপ্তাহে দু‘একটি সবজি বাদে প্রায় সব ক‘টি সবজির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এমন কী কোন কোন সবজির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ব্রয়লার মুরগী ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে চলছে। দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত জনগণ, তবু সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। অবিলম্বে দ্রব্যমূল্য কমানোর পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে ক্রেতা-বিক্রেতারা। গতকাল শনিবার কাঁচা বাজারের পণ্যের দাম সম্পর্কে পাটকেলঘাটার ব্যবসায়ীরা জানান, সবজির বাজার অস্থিতিশীল। অধিকাংশ তরিতরকারীর দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, শশা ৭০ থেকে ৮০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, লাউ পিস ২০ থেকে ৩০ টাকা। কাঁচাকলা ৪০ থেকে ৫০ টাকা কেজি, পেঁপে ২০ টাকা, গাজর-৪০, ঢেঁড়শ ৫০ থেকে ৬০ টাকা, পটল ৩০ থেকে ৩৫ টাকা, এবং শাকসবজি ১০ থেকে ১৫ টাকা আটি বিক্রি হচ্ছে। বিক্রেতা ও ক্রেতা গণ দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।