ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে গ্রামীন ব্যাংকের মাঠ কর্মী মাহাতাব উদ্দিনকে (৩৫) কুপিয়ে তার কাছে থাকা টাকা ছিনতাই কালে এক যুবককে আটক করছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি শহরের যুব উন্নয়নের সামনের সড়কে এঘটনা ঘটে। এঘটনায় ছিনতাইকারি পশ্চিম ঝালকাঠি এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. আকবর হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ঋনের টাকা কালেকশন করে গ্রমীন ব্যাংকের মাঠ কর্মী মাহাতাব উদ্দিন যুব উন্নয়নের সামনের সড়ক থেকে মটর সাইকেল যোগে যাচ্ছিল। এসময় মো. আকবর হোসেন মাহাতাব উদ্দিনের মটর সাইকেলের গতি রোধ করে তার কাছে থাকা টাকা রাখা ব্যাগ ছিনতাই করে নেয়। এতে বাঁধা দিলে মাঠকর্মী মাহাতাব উদ্দিনের ডান পায়ের উরুতে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। পরে ডাক চিৎকারের এক পর্যায়ে স্থানীয়রা ধাওয়া করে ছিনতাইকারি মো. আকবর হোসেনকে ধরে পুলিশে সোপর্দ করে। আহত মাহাতাব উদ্দিন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের কর্তব্যরত নার্স মনিন্দ্র নাথ দত্ত জানান, মাহাতাব উদ্দিনের ডান পায়ের উরুতে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নয়টি সেলাই দেয়া হয়েছে। ঝালকাঠি সদর থানার এসআই আশিকুল ইসলাম বলেন,‘ ছিনতাইকারি মো. আকবর হোসেনের কাছ থেকে ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।