রবিউল ইসলাম মিটু যশোর : জেস ক্রিকেটার্স সিঙ্গেল ভয়েজ এর ব্যবস্হাপনায় ‘রিব ক্লোথিং অনুর্ধ-১৫ একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্টে’র উদ্বোধন হতে চলেছে। যশোরে ক্র্রিকেটের উন্নয়নের লক্ষে আগামী ২০ জানুয়ারী যশোর শামস্ উল হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন। খেলার উদ্বৈধন উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সন্মেলন করা হয়েছে।এখেলা উপশহর কেন্দ্রীয় ক্রিড়া উদ্যানে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেস ক্রিকেটার্স সিংগেল ভয়েসের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো, সংগঠনের উপদেষ্টা এহসানুল হক সুমন, সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আসাদুল্লাহ খান বিপ্লব, প্রচার সম্পাদক শিমুল বিশ্বাস, সহকারি প্রচার সম্পাদক ওহেদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহারুল আলম জনি, রিব ক্লোথিং এর স্বত্বাধিকারি শাহারিয়ার আলম তুর্য, প্রমুখ।
বক্তব্যে মোঃ জাফর ইকবাল বলেন, এখেলায় যশোরের ১২ টি ক্রিকেট কোচিং সেন্টার তিনটি গ্রুপে ২০জানুয়ারী থেকে শুরু হয়ে ৩০জানুয়ারী ১ম,২য় সেমিফাইনালের পর ৩১ জানুয়ারী ফাইনাল খেলা হবে। এলিগের উদ্দেশ্য হচ্ছে, ক্রিকেট প্রতিভা অন্নেষন। এইবয়সের খেলোয়াড়দের নৈপূন্য প্রদর্শনের সুযোগ সৃষ্টি করা। যশোরে ১২টি ক্রিকেট একাডেমি দলের সমন্বয়ে ১৮জন খেলোয়াড় রেজিষ্ট্রেশন করা হয়েছে, এখানে অংশগ্রহনকারী ২১৮জন খেলোয়াড় থেকে ২৫জনকে বিশেষ প্রশিক্ষন দেওয়া হবে। এ গ্রুপভিত্তিক টি-২০ ম্যাচ হবে।জাতীয় ক্রিকেট দলে যশোরের খেলোয়াড় শুন্যতা পূরনের লক্ষে উদ্যোগ। সমাজের নেশার থেকে রক্ষা করাা।আগামিতে ঢাকা ক্রিকেট লীগে যশোর খেলোয়াড়দের নিয়ে শক্তিশালি দলগঠন।যশোরের দরিদ্র মেধাবিী ক্রিকেটারকে নিয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা।সে সাথে যশোরের সামাজিক বিত্তবানদের সহযোগিতায় ক্রিকেট খেলা উপযোগী একটি মাঠ তৈরির দোয়া কামনা করা হয়।