রূপগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশঃ ২০১৮-০১-১৮ - ১৭:৫০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি  :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে দুস্থ্য ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলা চত্তরে এ কম্বল বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের পূর্বাচল (ল্যান্ড ) পরিচালক, রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ মোহাম্মদ শাহজাহান ভুইয়া। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু, উপজেলা আওয়ামীলীগের  দপ্তর সম্পাদক আঃ আজিজ, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বরকতউল্লাহ ভুইয়াঁ, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলিমউদ্দিদন, জব্বার মেম্বার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী ইয়ার হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান মুন্না, যুবলীগ নেতা নবী হোসেন প্রমুখ।