ঝালকাঠি চেম্বার নির্বাচনে অনিয়মের অভিযোগ

প্রকাশঃ ২০১৮-০১-২২ - ২১:২১

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি : ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে, নির্বাচন পরিচালনা বোর্ড ও আপিল বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, পক্ষপাতিত্ব ও নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে। নির্বাচনে অংশগ্রহণকারী একটি প্যানেলের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।

সোমবার সন্ধ্যায় শহরের কাপুড়িয়াপট্টির একটি অফিসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সালাহউদ্দিন আহমেদ সালেকের প্যানেল সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ব্যবসায়ী শাহআলম শাহীন।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, আগামী ১০ ফেব্রয়ারি ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হালনাগাদ কাগজপত্র ও টিআইএন সনদ যাচাই-বাছাই না করেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন পরিচালনা ও আপিল বোর্ড। এ ব্যাপারে সালাহউদ্দিন আহমেদ সালেক প্যানেলের পক্ষ থেকে গত ২৫ ডিসিম্বের নির্বাচনী আপিল বোর্ডে অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি আমলে না নিয়ে আপিল বোর্ড বিধি লঙ্ঘণ করেছেন। এতে নির্বাচন পরিচালনা বোর্ড ও আপিল চেয়ারম্যানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাই নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তার পদত্যাগ দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদ সালেক, শাহ আলম শাহীন, মনিরুল ইসলাম তালুকদার, হাফিজ আল মাহামুদ ও খোকন খলিফা।