লোনা পানি উত্তোলন বন্ধের দাবিতে কালিগঞ্জে মানব বন্ধন

প্রকাশঃ ২০১৮-০১-২৪ - ১৩:৫৩

সাতক্ষীরা প্রতিনিধি : অবৈধভাবে অবাধ লোনা পানি উত্তোলন বন্ধের দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জে মানব বন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে ধলবাড়িয়া ইউনিয়নবাসীর আয়োজেনে উক্ত মানববন্ধন কর্মসুচিটি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা আফসার আলী, রবিউল ইসলাম, নজরুল ইসলাম ঢালি, কেরামত ঢালি, আব্দুস সালাম, মোমিন মাস্টার প্রমুখ। মানববন্ধনে এ সময় ধলবাড়িয়া ইউনিয়নের সহ¯্রাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন।
বক্তারা বলেন, একটি কূচক্রি মহল বাঁশঝাড়িয়া স্লুইচ গেট দিয়ে অবৈধ ভাবে লোনা পানি তুলে মৎস্য ঘের করার কারনে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাঁশঝাড়িয়া, পিরোজপুর, মহেশ্বর কাঠি, গান্ধুলুয়িা, হরিখালি, বাহাদুর পুর, নোইহাটিসহ কয়েকটি গ্রামের শত শত বিঘা ফসলি জমি ও ঘর বাড়ি নষ্ট হচ্ছে। তাই উক্ত মানববন্ধন থেকে বক্তারা এই লোনা পানি উত্তোলন বন্ধসহ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।