শ্রমিক নিয়োগের দাবীতে বিক্ষোভ ও স্মারক লিপি প্রদান

প্রকাশঃ ২০১৮-০১-২৪ - ১৬:৩৯

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিটে উন্নয়ন কাজের শ্রমিকরা উৎপাদন কর্মী হিসেবে নিয়োগের দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করেছে।
বুধবার ২৪ জানুয়ারী দুপুর সাড়ে ১২ টায় আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদের নেতৃত্বে পার্বতীপুর শহরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে মানীয় প্রধান মন্ত্রী বরাবরে একটি স¥ারক লিপি প্রদান করেন তারা। আন্দোলনরত শ্রমিকেরা এসময় বলেন, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটের সহ¯্রাধিক শ্রমিক উন্নয়ন কাজে নিয়েজিত ছিলো। দীর্ঘদিন কাজে নিয়োজিত থাকায় তারা অভিজ্ঞ ও দক্ষতা অর্জন করেছে। কিন্তু তাদেরকে বড়পুকুরিয়া তাপবিদুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল এর কর্তৃপক্ষের কাছে প্রায় ২শত শ্রমিক বিভিন্ন কাজে নিয়োগের জন্য আবেদন করিছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের শ্রমিকদের কর্মহীন রেখে বাহির থেকে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কাজে লোক নিয়োগ করার প্রক্রিয়া চালাচ্ছে। আমাদের শ্রমিকদের নিয়োগ না দিয়ে অন্যকোন লোক নিয়োগ দিতে দেওয়া হবে না। আমরা প্রায় ১হাজার শ্রমিক দক্ষতার সাথে ৩য় ইউনিটে কাজ সম্পন্ন করেছি। শ্রমিকদের দাবী মানীয় প্রধানমন্ত্রী তাদের এ বিষয়টি বিশেষ ভাবে বিবেচনা করে নিয়োগ প্রদানের নির্দেশ দেবেন বলে আশা করেন।