রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : আন্তঃ কলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চমকপ্রদ সাফল্য অর্জন করেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মেয়ে তানজিনা আক্তার। তাজিনা আক্তার উপজেলার কাঞ্চন পৌরসভার খা-পাড়া এলাকার আজাহার মিয়ার মেয়ে।
কাঞ্চন সলিম উদ্দিন চৌধুরী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তানজিনা ২০১৭-১৮ আন্তঃ কলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ঢাকা জোনে চ্যাম্পিয়ন হয়েছে। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় একক ও দৈত্য দুটি বিভাগেই প্রথম হয় তানজিনা ও তার দল। বুধবার সকালে এ সাফল্যেও কারনে তার হাতে ক্রেস্ট তুলে দেন কাঞ্চন সলিম উদ্দিন চৌধুরী কলেজ কর্তৃপক্ষ।