রামপালে ৪ অসাধু ব্যাবসায়ীকে জরিমানা

প্রকাশঃ ২০১৮-০১-৩০ - ০০:৫৪

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ রামপালের ফয়লাহাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ অসাধু ব্যাবসায়ীকে ১৬,০০০ হাজার টাকা জরিমানা করে। ভোক্তা অধিকার বিভাগের সহকারী পরিচালক নাজমুন নাহার এবং বাগেরহাট জেলা বাজার মনিটরিং কর্মকর্তা সুজাস হোসেন খান। নকল-ভেজাল কসমেটিকস ও লাইসেন্সবিহীন অনুমোদন ছাড়া এলপি গ্যাস ক্রয় বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়েছে। নকল প্রসাধনী বিক্রয়ের অপরাধে আকাশ কসমেটিকস, মেসার্স তানভীর স্টোর সহ মোট ৪ ব্যাবসায়ীকে ১৬,০০০ হাজার টাকা জরিমানা করে। অনুমোদন ছাড়া এলপি গ্যাস বিক্রয়ের অপরাধ সহ বিভিন্ন ধারায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী জরিমানা আদায় করা হয়েছে। কিছুদিন আগে দৈনিক খুলনা অঞ্চাল পত্রিকা রামপালে বিষ্ফোরক লাইসেন্স ছাড়াই বিক্রি হচ্ছে এলপিজি শিরোনামে সংবাদ প্রকাশের পর অসাধু ব্যাবসায়ীরা নড়েচড়ে বসে। বাজার মনিটরিং বিভাগের এ ধরনের কর্মকান্ডকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।