আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ায় সহিংসতায় জানুয়ারি মাসে ৩৯ জন বেসামরিক নাগরিক নিহত ও আরো ৬৩ জন আহত হয়েছে। দেশটিতে থাকা জাতিসংঘ সমর্থিত মিশন (ইউএনএসএমআইএল) গত বৃহস্পতিবার একথা জানায়। খবর সিনহুয়ার। মিশনের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, ইউএসএমআইএলের হিসাব অনুযায়ী পুরো জানুয়ারি মাসে লিবিয়া জুড়ে সহিংসতায় ১০২ জন হতাহত হয়েছে। আগের মাসগুলোর তুলনায় এ সংখ্যা অনেক বেশি। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে এ ক্ষেত্রে অধিকাংশ হতাহতের কারণ ছিল গাড়িবোমা বিস্ফোরণ, বন্দুক হামলা ও গোলাবর্ষণ। উল্লেখ্য, ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি’র সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই লিবিয়া নিরাপত্তাহীনতা ও বিশৃংখলাপূর্ণ অবস্থার মধ্যে পড়ে।