ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ঘুষের টাকা ফেরত চাওয়ায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও তার দলবল কর্তৃক যুবমহিলা লীগ নেত্রীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে শতশত মানুষ। রবিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজাপুর উপজেরা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু যুবমহিলা লীগ নেত্রী ডলি আক্তারের ছোট ভাই আল-আমিন খানকে স্থানীয় পুখরিজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৫ সালে চার লাখ টাকা নেন। পরে আল আমিনের পরিবর্তে অন্য একজনেকে চাকরি দেয়া হয়। পরবর্তীতে ওই টাকা ফেরত চাইলেও তা দিতে অস্বীকার করেন আফরোজা আক্তার লাইজু এবং গত বৃহস্পতিবার দুপুরে ক্ষিপ্ত হয়ে লাইজু দলবল নিয়ে ডলি আক্তারের বাইপাস সড়কের বাসায় গিয়ে তার ওপর হামলা চালায়। আহত অবস্থায় ডলি রাজাপুর থানায় ছুঁটে আসলে পুলিশের সামনে আবারো ডলিকে বেধরক মারধর করা হয়। বর্তমানে ডলি আক্তার বরিশাল শের ই বাংলা হাসপাতালে ভর্তি রয়েছেন। মানববন্ধনে ডলির মা বকুল বেগম, ননদ শিরিন সুলতানা, ভাবি মরিয়ম বেগমসহ শতাধিক মানুষ উপস্তিত ছিলেন।