যশোর অফিস : ‘পাসপোর্ট নাগরিক অধিকার নিঃস্বার্থ সেবাই অঙ্গিকার’ এ স্লোগান সামনে রেখে যশোরে শুরু হয়েছে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮। রোববার সকালে যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে বেলুন ফেস্টুন উড়িয়ে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে এ সেবা সপ্তাহ শুরু হয়।
পাসপোর্ট করতে আসা ব্যক্তিদের সহায়তার জন্য কার্যালয় চত্বরে একাধিক বুথ বসানো হয়েছে। সহায়তা বুথে বসেই অনলাইনে ব্যাংকের মাধ্যমে টাকা জমা, অনলাইনে আবেদন ফরম পূরণ, পাসপোর্ট সংক্রান্ত সব তথ্য প্রদান, ছবি তোলা, আবেদন জমা দেওয়াসহ বিভিন্ন সেবা দেয়া হচ্ছে।
সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কেএম মামুন উজজ্জামান। সভাপতিত্ব করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর যশোরের উপপরিচালক জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস ও প্রেসক্লাব যশোর সম্পাদক এসএম তৌহিদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটির যশোরের সাবেক সভাপতি এমআর খায়রুল উমাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী স্বপন ও টিটিসি যশোরের অধ্যক্ষ রাশিদুল ইসলাম।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর যশোরের উপপরিচালক জামাল হোসেন জানান, পাসপোর্ট অফিস যশোরে ২০১৬ সালের চেয়ে ২০১৭ সালে রাজস্ব বেড়েছে ৩৮ শতাংশ। ২০১৬ সালে ৫৩ হাজার ৫টি পাসপোর্ট ইস্যু করে রাজস্ব জমা পেড়েছে ১৬ কোটি ১৫ লাখ ৭৪ হাজার টাকা। আর ২০১৭ সালে ৭৩ হাজার ১০৮টি পাসপোর্ট ইস্যু করে রাজস্ব জমা পড়েছে ২৩ কোটি ৯৪ লাখ টাকা।