শরণখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদী থেকে অজ্ঞাত যুবকের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগীবন্দর সংলগ্ন বলেশ্বর নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করে পুলিশ।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, লাশের শরীরে ফুলহাতা কালো গেঞ্জি ও খাকি রঙের গ্যাবার্ডিনের প্যান্ট রয়েছে। লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, স্থানীয় গ্রাম পুলিশ আব্দুস ছালাম এদিন সকাল ১০টার দিকে তাকে ভাসমান লাশের খবর দেন। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। ধারণা করা হচ্ছে সুন্দরবন থেকে জোয়ারের পানিতে লাশটি ভেসে এসেছে।