আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৭ নং ওয়ার্ডের কলেজ মোড় সংলগ্ন কমিশনার রোড এলাকা থেকে সোমবার সকালে ১৫ পিচ ইয়াবাসহ মো: আকাশ (২২) নামের এক যুবককে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার দুপুরে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর আটককৃতকে দুপুরেই বাগেরহাট আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে। আকাশের বিরুদ্ধে এলাকায় মাদক দ্রব্য বেচা-কেনা ও সেবনের অভিযোগ রয়েছে। আকাশ কমিশনার রোড এলাকার মৃত দুলাল আকনের ছেলে। ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকে নির্দেশে মোংলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক বেচা-কেনা ও সেবনকারী সে যেই হোক না কেন তাদের কেউকে কোনভাবে ছাড় দেয়া হবে না। মাদকের বিষয়ে পুলিশ সদস্যদেরও কড়া নির্দেশনা দেয়া রয়েছে। মোংলা বন্দর ও পর্যটন শহরকে মাদকমুক্ত করার ক্ষেত্রে সমাজের সকলের সহযোগীতা প্রয়োজন বলেও তিনি মনে করেন।