ঝালকাঠি প্রতিনিধি : হঠাৎ বিএনপি গ্রেফতার অভিযানে পুলিশ। ঝালকাঠি জেলা জুড়ে বিএনপির নেতা কর্মীদের বাসা বাড়িতে গভীর রাতে পুলিশি অভিযান শুরু হয়েছে। গ্রেফতার আতঙ্কে বাসা বাড়ি ও এলাকা ছেড়ে আত্মগোপনে নেতাকর্মীরা। ঝালকাঠি সদর উপজেলাসহ নলছিটি, রাজাপুর ও কাঠালিয়ার প্রতিটি বিএনপির নেতাকর্মীর বাসা ও কর্মস্থলে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে হন্ন হয়ে খুজছে পুলিশ। কিন্তু কেন তাদেরকে পুলিশ খুজছে ? কি তাদের অপরাধ তা তারা নিজেরাও জানেনা । তবে অনেকেই বলছে ৮ফেব্রুয়ারী বিএনপি নেত্রী খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে এ গ্রেফতার অভিযান। এদিকে পুলিশ বলছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যাতে নাশকতা মূলক কোন কর্মকান্ড কেউ না করতে পারে সে লক্ষেই পুলিশ সব সময় মাঠে থাকবে। নাশকতা কিংবা বিশৃঙ্খলা করে পরিস্থিতি গোলাটে রক্ষা করা পুলিশের কর্তব্য। ঝালকাঠির কয়েকজন বিএনপি নেতা বলেন, সরকার পুলিশ দিয়ে আমাদের হয়রানী ও আন্দোলন পন্ড করা চেষ্টা করছে। ৮ ফেব্রুয়ারী আমাদের নেত্রী খালেদা জিয়ার রায় সন্তোষ জনক না হলে আমরা যাতে কোন আন্দোলন না করতে পারি সেজন্য পুলিশ আমাদের বাসা বাড়িতে অভিযান করে আমাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। নেতা কর্মীরা গ্রেফতার আতঙ্কে আত্ম গোপনে রয়েছে।
এ ব্যাপারে ঝালকাঠি অতিরিক্তি পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান (পিপিএম-সেবা) বলেন, পুলিশ কাউকে অহেতুক ভাবে গ্রেফতার কিংবা হয়রানী করে না। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করে যাচ্ছে। বিএনপির কোন লোক যাতে কোন রকম নাশকতা ও সাধারণ মানুষের মাঝে বিশৃঙ্খলা করতে না পারে সে লক্ষে পুলিশ সতর্কতার সহিত মাঠে থাকবে। কোন রকম বিশৃঙ্খলা ও নাশকতা পুলিশ মেনে নিবে না। অপরাধী যেই হউক জেলা পুলিশ কাউকে ছাড় দিবে না। কঠোর হস্তে দমন করা হবে।