কোটালীপাড়ায় জামায়াত-বিএনপির ৫ নেতা-কর্মী আটক

প্রকাশঃ ২০১৮-০২-০৮ - ১৭:১৩

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতের উপজেলা আমীর সোলায়মান গাজীসহ (৬০) বিএনপির ৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাদেরকে কোটালীপাড়া ও মুকসুদপুর থেকে আটক করা হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, বৃহস্পতিবার খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় নিয়ে যে কোন নাশকতা ঠেকাতে উপজেলা জামায়াতের আমীর সোলায়মান গাজী ও তিন বিএনপি কর্মীকে গভীর রাতে আটক করা হয়েছে।
এ ছাড়া মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, মুকসুদপুর থেকে একজন বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।