ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছর কারাদ- হয়েছে। অন্যায় যারা করবে তাদের ছাড় দেয়া হবে না। তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে।
শুক্রবার বিকেলে গড়েয়া ইউনিয়নের তিনটি গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির তত্ত্বাবধানে গড়েয়া ইউনিয়নের গোপালপুর, গুঞ্জুরগড় ও আরাজি মাটিগাড়া গ্রামের ১১৭টি আবাসিক এবং ৫টি দাতব্য প্রতিষ্ঠানে ২৭ লাখ ৩৪ হাজার ৮শ টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয় হয়।
সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার হচ্ছে জনগণের সরকার। আমরা ক্ষমতায় এসেছি আপনাদের সেবা করার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা জনগণকে সেবা দিয়ে যাচ্ছি।
তিনি বলেন, বর্তমানে আমরা ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি। আমাদের টার্গেট আগামী ২০২১ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার। কারণ দেশে এখন অনেক দেশি ও বিদেশি শিল্প করখানা তৈরি হয়েছে; তাদেরকে বিদ্যুৎ দিতে হবে। এজন্য আমরা বিদ্যুৎ উৎপাদন বেশি করে করব।
রমেশ সেন বলেন, গত ২০০১ সালে কারচুপির মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছিল, তখন আমরা তাদেরকে ৪৪০০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে গিয়েছিলাম। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পেয়েছি ৩২০০ মেগাওয়াট বিদ্যুৎ। বিএনপি দেশকে এগিয়ে না নিয়ে দেশের ক্ষতি করেছে। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার পেছনের দিকে তাকায় না; আমরা দেশের উন্নয়নের কথা চিন্তা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগ সরকার জনগণকে ভালোবাসে। আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকে জেনে সুখে ও শান্তিতে থাকে। সে লক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা বর্তমানে নি¤œ মধ্যমে আয়ের দেশে পরিণত হয়েছি। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ।
রমেশ সেন বলেন, বর্তমানে ২৫ ভাগ শিল্প করখানায় প্রবৃদ্ধি বেড়েছে। গার্মেন্টস সেক্টরকে আমরা ৮৫ ভাগ উন্নত করেছি। বর্তমানে আমাদের ৩৩ মিলিয়ন ডলার রিজার্ভ আছে। যে টাকা দিয়ে আমরা দেশের মানুষকে ৯ মাস বসিয়ে খাওয়াতে পারব।
উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকার ছাড়া কোন বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে আওয়ামী লীগের নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান সাংসদ রমেশ চন্দ্র সেন।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার আল হেলালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম, সহ সভাপতি সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা পরিষদ সদস্য মারুফ হোসেন, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুছ আলী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রবিন চন্দ্র মোদক প্রমুখ।
এর আগে সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের কালিকাগাঁও, মল্লিকপাড়া ও বটতলী গ্রামের ৬৪টি আবাসিক এবং ২টি দাতব্য প্রতিষ্ঠানে ১৪ লাখ ২ হাজার ৮শ টাকা ব্যয়ে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।