মোংলায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০২-১০ - ১৩:০১

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারের এ সম্মেলনে ২০১৮ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়। নব গঠিত এ কমিটির মোঃ রিয়াজুল ইসলাম সভাপতি ও কে,এম মারুফ বিল্লাহ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মোংলা পৌর শহরের আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সড়কস্থ স্থানীয় দলীয় কার্যালয়ে শুক্রবার সকালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’র মোংলা উপজেলা শাখার সম্মেলন’১৮ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বাগেরহাট জেলা সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী কৃষক মজুর আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাওলানা মামুনুর রশিদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার সভাপতি এস আবু বকর, ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা সহ-সভাপতি এইচ, এম ইসমাইল হোসেন, ছাত্র আন্দোলন মোংলা উপজেলা সভাপতি মুহাম্মদ রিয়াজুল ইসলাম, সাধারন সম্পাদক মুহাম্মদ আব্দুল আজিজ নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মোংলা পৌর সভাপতি মাওলানা তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হাসান। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজকে সন্ত্রাসমুক্ত করার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। নৈতিকতা বিবর্জিত শিক্ষা নীতির কারণেই বিভিন্ন শিক্ষাঙ্গনে আজ এই অরাজগতার সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, সাহাবাদের অনুসরণে রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াসের মাধ্যমে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ভবিষ্যৎ গড়তে হবে।