প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে কুষ্টিয়ায় ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশঃ ২০১৮-০২-১১ - ২৩:৪৩

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকায় প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে ওই এলাকার পিনু আহম্মেদ, রাকিবুল ইসলাম নামে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, জেলা মূখ্য পাট পরিদর্শক সোহরাব উদ্দিন প্রমুখ।