গোপালগঞ্জ প্রতিনিধি : ফেসবুক ফ্রেন্ড নড়াইল (এফএফএন) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে আর্তমানবতায় সেবায়। এলাকার অসচ্ছল ব্যাক্তিকে সাহায্যে করা, অসহায় মানুষের পাশে থেকে তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা, অসুস্থ রুগীকে আর্থিক অনুদানসহ বিভিন্ন ক্ষেত্রে তারা আর্তমানবতায় সেবায় কাজ করে চলছে।
সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন দু’জন মুমুর্ষ রোগীকে আর্থিক অনুদান দিয়েছে। এ ভাবে প্রতিদিন কোন না কোন এলাকার অসহায় মানুষকে তারা সাহায্য করে চলছে।
সম্পুর্ন ব্যাক্তিগত উদ্দোগ্যে সম্মিলিত ভাবে ওই সংগঠনটি আর্তমানবতায় সেবায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংগঠনটির সদস্যরা সকলেই কর্মজীবি। তারপরও থেমে নেই তাদের সেবার কার্যক্রম।
বিভিন্ন দাতাসংস্থা ও সরকারি সাহায্য পেলে এই সংগঠনটি আর্তমানবতায় সেবায় দৃষ্টান্ত স্থাপন করবে বলে মত প্রকাশ করেছে সাধারন মানুষ।