তালা, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া ভাঙ্গনকুল উপ-প্রকল্পের রেগুলেটর বাঁধ পূর্ণ নির্মান ও খাল পূর্ণ খনন কাজের উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কপোতাক্ষ নদীর তীরে শাহাজাতপুর টলারঘাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়) আসনের সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ। এরপর শাহাজাতপুর ইউসুফগঞ্জ বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বালিয়া ভাঙ্গনকুল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আমিনুল ইসলাম। বালিয়া ভাঙ্গনকুল পানি ব্যবস্থাপনা শেখ আবুল কালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,তালা উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম,খেরশা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু,জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক তালা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু,খেরশা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন প্রমুখ । এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ,জালালপুর আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি,সাধারণ সম্পাদক অধ্যক্ষ রামপ্রসাদ দাশ,নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রকাশ,স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প ও স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি) সাতক্ষীরার বাস্তবায়নে বালিয়া ভাঙ্গনকুল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) লিঃ প্রায় ৫ কোটি টাকার ভেড়িবাঁধ,খাল খনন,কালভার্ট স্লুইস গেটের কাজ হবে। স্থানীদের এলাকা বাসীর দাবী যাতে প্রকল্প অনুযায়ী কাজ ভেড়িবাঁধ ও খাল খনন ঝুড়ি কোদাল দিয়ে কাজ করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবী জানায়ছেন।