বিশেষ প্রতিবেদক, ভারত, আন্তর্জাতিক ডেস্ক: “সত্য সেলুকাস বিচিত্র এই দেশ” । ভারত দেখে বলা সেই কথা আজও সত্য । সম্প্রতি ভাইরাল হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু ছবি ও ভিডিও । যেখানে “মেদিনীপুর সিঙ্গেল হিংসুক কমিটি”র ব্যানারে একদল ছেলে কালো পোশাক পরে প্রেম দিবসকে “কালা দিবস” হিসেবে পালন করছে । তাতে লেখা রেস্ট ইন পিস ট্রু লাভ । ব্যানারে গোলাপ ও হৃদপিন্ডের রঙ কালো । তাদের স্লোগান – জয় কালা , কালা দিবস দীর্ঘ জীবি হোক , কালা সেলাম । এই নিয়ে হিংসুক কমিটি দ্বিতীয় বছর দিনটি পালন করল । সংগঠনের সভাপতি অভিজিৎ অধিকারী বলেন , এই দিনে সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যু দন্ড দেওয়া হয়েছিল । দিনটির ইতিহাস ভুলে মানুষ নিছক হুজুগে মেতেছে । সত্যিকারের ভালোবাসাও লুপ্ত প্রায় । ইতিহাস মনে করাতেই ব্যানার, লিফলেট, পোস্টার নিয়ে এই কর্মসূচী । সুদীপ দাস দের এই উদ্যোগ সত্যিই নজর কেড়েছে । পক্ষে, বিপক্ষে মত রয়েছে । সব ছাড়িয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হিংসুক কমিটির ছবি ও ভিডিও । কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, হিংসুক শব্দ ব্যাঙ্গার্থে । তবে এই কথা সত্যি সকলেই বর্তমানে সিঙ্গল । প্রেমে জড়াতেও চায়না । কারণ হয়তো কখনও ‘আঘাত’ । তবে সংযোজন কালো গোলাপ বেশ রঞ্জিত করেছে কালা দিবসকে ।