ফ্রিজে কাঁচা মাংসের সাথে পিৎজা সংরক্ষন দায়ে জরিমানা

প্রকাশঃ ২০১৮-০২-১৯ - ১৯:৩১

কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে বেকারী এন্ড কনফেকশনারীতে ফ্রিজে কাঁচা মাংসের সাথে পিৎজা সংরক্ষন এবং প্যাকেটজাত পন্যের গায়ে মূল্য তালিকা না থাকার অপরাধে একটি প্রতিষ্টানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়া জেলা শাখার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান সোমবার সকালে কুমারখালী উপজেলা বাজারে অবস্থিত রাহাত বেকারী এন্ড কনফেকশনারী অভিযান চালান। এসময় তিনি দেখতে পান ফ্রিজে কাঁচা মাংসের সাথে পিৎজা সংরক্ষন এবং প্যাকেটজাত পন্যের গায়ে মূল্য তালিকা না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর (৪৩) ধারা মতে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় পুলিশ প্রশাসন, বাজার কর্মকর্তা প্রতিনিধি মৎস্য কর্মকর্তা প্রতিনিধি উপস্থিত ছিলেন । পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরন করা হয়।