সেলিম হায়দার, তালা : ভাষাশহীদদের স্মরণ করার মধ্য দিয়ে শুরু হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরেই শুরু হয় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। দিবসটি পালনে কর্মসূচির মধ্যে ছিল- একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে তালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়।
দিনের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া প্রভাতফেরী, র্যালি আলোচনা সভা, ছাত্রী-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজনসহ পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে এবং তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের উপস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগনেতা এমএম ফজলুল হক, তালা প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগৈর উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলুু, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, সাস পরিচালক শেখ ইমান আলী, জেএসডি নেতা মীর জিল্লুর রহমান, জাসদের সভাপতি দেবাশীষ দাশ, শ্রমিক লীগের সভাপতি আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডোর সভাপতি জাহিদুর রহমান লিটু প্রমুখ।
পরে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে দিনটি উপলক্ষ্যে সকালে তালা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলুু।
এছাড়া একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে এবং প্রতুষ্যে তালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের লোকজন।
এরমধ্যে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমানম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাকè ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার ও জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা আতিয়ার রহমান,ওয়ার্কার্স পার্টি নেতা সব্যসাচী মজুমদার বাপ্পী, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা হাসপাতালের ডা. আবু সাইদ রিপন, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা,তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের লক্ষন চন্দ্র রায়, বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার শেখ ইয়াকুব আলী, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণ-গ্রন্থগারের পিয়ারী আক্তার, জেএসডি নেতা মীর জিল্লুর রহমান, জাসদের সভাপতি দেবাশীষ দাশ, শ্রমিক লীগের সভাপতি আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডোর সভাপতি জাহিদুর রহমান লিটু, তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়, শহীদ আলী আহম্মেদ বালিকা বিদ্যালয়, শহীদ কামেল মাডেল হাইস্কুল, পাবলিক হাইস্কুল, তালা আলীয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, জেএনএ দাখিল মাদ্রাসা,তালা বাজার বণিক সমিতি, তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯২ ফ্রেন্ডস ফোরা, শিশুতীর্থ, আল আমিন, নিজাম উদ্দীন আদর্শ একাডেমি, দক্ষিণ বারুইহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় , সিরাজ উদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, ন্যাশনাল সার্ভিস ফোরাম প্রমূখ।