ইমতিয়াজ উদ্দিন, কয়রা (খুলনা) : গ্রামাঞ্চলে ক্রিকেটের আনন্দটাই ফিকে হতে বসেছিল। স্থানীয় ভাবে জমজমাট ম্যাচের দেখা এখন মেলে খুব কমই। এমন এক সময়ে দারুণ রোমাঞ্চকর এক মিনি নাইট (শর্ট বাউন্ডারি) ক্রিকেট টুর্নামেন্ট উপহার দিল কয়রায় শ্রীরামপুর জাগ্রত যুব সংঘ। আয়োজনে ছিলনা কোন ঘাটতি। সন্ধা ৬টা থেকেই দর্শক গ্যালারী কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। পাওয়ারফুল সব বৈদ্যুতিক বাতির সাথে নতুন মাত্রা যোগ করে টিভি স্কিনে খেলা দেখার ব্যবস্থা ও রিভিউ সুবিধা। বৃহস্পতিবার জাগ্রত যুব সংঘের উদ্যোগে শ্রীরামপুর ছেদুর ব্রীজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য জি এম ইঞ্জিঃ মাহবুবুল আলম। উদ্বোধন ঘোষনার সাথে সাথে আতষ বাজির ফোয়ারা দেখে দর্শকরা উচ্ছাস প্রকাশ করে। কয়রা উপজেলার বিভিন্ন স্পনসারের সৌজন্যে টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দল গুলি হচ্ছে, সেনহাটি কলেজ, আল-আমিন সু ষ্টোর, জারিন এন্টার প্রাইজ,সনাতন আর্জ যুব সংঘ,মোহনা টেলিকম,বিএসএল মহারাজপুর,চাদখালী তরুণ সংঘ, শিমলারাইট একতা সমবায় সমিতি। শুরুতে নক আউট পর্বের খেলায় ৪টি দল বিজয়ী হয়ে সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সেমি থেকে সরাসরি ফাইনালে চলেযায় শুরু থেকেই দারুণ খেলতে থাকা জারিন এন্টার প্রাইজ ও বিএসএল মহারাজপুর। ফাইনালে এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। টচে জিতে বিএসএল মহারাজপুর প্রথমে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৭ রান করতে সক্ষম হয়। ৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জারিন এন্টার প্রাইজ শুরু থেকে ভাল খেলতে থাকলেও ম্যাচের মাঝামাঝি সময়ে পর পর উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে। শেষ পর্যন্ত সমীকরণ দাড়ায় শেষ ১২ বলে ২৫ রান। শেষ ওভারে যখন ১৫ রান দরকার তখন ভালো খেলতে থাকা ১৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়ারটি আউট হলে উল্লাসে ফেটে পড়ে বিএসএল মহারাজপুরের প্লেয়ার ও দর্শকরা । শেষ পর্যন্ত ৮ উইকেটে ৫১ রানে থামে জারিন এন্টার প্রাইজের ইনিন্স। এসময় স্টেজে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন , কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা ও কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক। জাগ্রত যুব সংঘ’র সভাপতি এস এম শামীম রেজারর সভাপতিত্বে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ১ম পুরুষ্কার মোটর সাইকেল তুলে দেন খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য জি এম ইঞ্জিঃ মাহবুবুল আলম।রানারআপ টিমকে ২য় পুরুষ্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেন খেলার বিশেষ অতিথি কয়রা উপজেলা যুবলীগের সভাপতি ও কয়রা সদর ইউনিয়ন চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জহুরুল হক বাচ্চু,কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সদও উদ্দিন আহমেদ,স্বাধীন টিভির মার্কেটিং ডাইরেক্টর শাহীনুর আলম, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্র লীগ সভাপতি মেহেদী হাসান দিদার, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম প্রমুখ। খেলা পরিচালনা করেন, মোঃ মেসবাহ উদ্দিন, অভিজিৎ মহলদার, প্রভাত সরদার।