মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ জালিয়াতি ও জমি আত্মসাত চেষ্টার অভিযোগে প্রেস ক্লাব মোল্লাহাটে তিন দিনের ব্যাবধানে দুই পক্ষ পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছে। গত মঙ্গলবার এক পক্ষ সংবাদ সম্মেলন করায় শুক্রবার প্রতিপক্ষ এ পাল্টা সংবাদ সম্মেলন করে।
উপজেলার কামার গ্রামের মহারাজ মন্ডলের পুত্র শিক্ষক নির্মল চন্দ্র মন্ডল শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও প্রশ্নোত্তরে জানান-তার বিরুদ্ধে জালিয়াতিসহ বাস্ত বাড়ী থেকে উচ্ছেদ চেষ্টা এবং লুট-পাট ও হামলার অভিযোগে অত্র প্রেস ক্লাবে গত মঙ্গলবার একই গ্রামের মৃত পুলিন হীরার পুত্র দুলাল চন্দ্র হীরা সংবাদ সম্মেলন করে। উক্ত সংবাদ সম্মেলনে উল্লেখ্য সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। নির্মল চন্দ্র আরো জানান-তিনি দুলাল চন্দ্র হীরার আপন ছোট ভাই মৃত শরৎ চন্দ্র হীরার পুত্র শাওন কান্তি হীরার থেকে যথা নিয়মে তার বৈধ অংশ ক্রয় করেছেন। কোনরূপ তঞ্চকতা/প্রতারণা করা হয়নি। বরং দুলাল চন্দ্র হীরা তার আপন ভাইয়ের পুত্রকে কোন সম্পত্তি না দেয়ার মানষে প্রতারণার অনেক কৌশল করে চলেছেন। নির্মল চন্দ্র বলেন-শরত চন্দ্র নিখোজ হয়নি বা নিঃসন্তান ছিলেন না। তিনি বৈধভাবে ভারতে ছিলেন এবং বাংলাদেশে নিয়মিত যাতায়াত করতেন। শরত চন্দ্র’র মৃত্যুর পর তার পুত্র একমাত্র বৈধ ওয়ারেশ শাওন কান্তি হীরা বৈধ উপায়ে দেশে আসেন এবং সম্প্রতি তাকে পাওয়ার অফ এ্যাটর্নি দলিল দেন। তবে, উক্ত দলিলে শাওন কান্তি হীরার এনআইডি নম্বর ভুল হয়েছে বলে তিনি পরবর্তীতে জানতে পেরেছেন। এছাড়া নির্মল চন্দ্র বলেন-দুলাল চন্দ্র হীরা তার জীবিত ভাইকে মৃত্যু এবং নিঃসন্তান দেখিয়ে ওয়ারেশ কায়েম সনদ তৈরীর মাধ্যমে জমি আতœসাতের চেষ্টা করে আসছে।