সেলিম হায়দার ,তালা : সাতক্ষীরার তালা উপজেলায় নির্মানাধীন সেতু ঢালাইয়ের কাজ শেষ হওয়ার এক ঘন্টার মধ্যে ভেঙ্গে পড়েছে। বৃহস্পতিবার (৩ আগষ্ট) বিকাল ৪ টার দিকে সেতুটি ভেঙ্গে পড়ে। এতে স্থানীদের মাঝে নানা ধরণের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
তাদের অভিযোগ, নিয়ম অনুযায়ী কাজ করা হয়নি। কাজ তদরকি কর্মকর্তারাও ঠিক মতো তদারকি করেন না। শ্রমিকরা যে ভাবে পারে সেই ভাবে কাজ শেষ করার চেষ্টা করছে। সে কারণে ভেঙ্গে পড়েছে। কাজের নিয়ম অনুযায়ী, ঢালাই কাজ করার আগে তদারকি কর্মকর্তাকে নিয়ে কাজ দেখাতে হবে। এরপর তার উপস্থিতিতে ঢালাইয়ের কাজ করতে হবে। অথচ এ নিয়ম মানেনি ঠিকাদার। তিনি নিজের মতো কাজ কাজ ঢালাই দিয়েছে। তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তত্বাবধায়নে প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে উপজেলার শাহাপুর বাজারের উপর দিয়ে প্রবাহিত খালের উপর এ ব্রিজটি নির্মিত হচ্ছে। পাইকগাছার ঠিকাদারী প্রতিষ্টান চাঁদনি এন্টারপ্রাইজ কাজ বাস্তবায়ন করছিলেন।
স্থানীয় শাহাপুর গ্রামের নজরুল ইসলাম, আমেনা বেগম, আনোয়ারা বেগমসহ কয়েকজন জানান, সকাল থেকে ঢালাই দেওয়ার প্রস্তুতি চলছিল। সকাল ১০ টার দিকে ঢালাই শুরু করে ঠিকাদারের লোকজন। বেলা সাড়ে তিন টার দিকে সেতুর ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়। এর কিছু সময়ের মধ্যে নিচে পানির মধ্যে সেতুর ছাদ ভেঙ্গে পড়ে। ঠিকাদারী প্রতিষ্টানের অংশীদার (পার্টনার) জাহাঙ্গীর আলম জানান, সাটারিং সরে যাওয়ায় ভেঙ্গে পড়েছে। এতে কাজে কোন অনিয়ম হয়নি। সেখানে কর্মকর্তরা সবাই উপস্থিত ছিলেন।
তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহাফুজুর রহমান জানান, কাজের জন্য সাটারিং করছিল। সেই সাটারিং ভেঙ্গে পড়েছে বলে দাবী করেন তিনি। তবে স্থানীয়রা জানান, ঢালাই কাজ শেষ হওয়ার এক ঘন্টার মধ্যে ছাদ ভেঙ্গে পড়েছে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন বলেন,‘ঢালাইয়ের বিষয়ে তিনি কিছুই জানেন না। ভেঙ্গে যাওয়ার পর বিষয়টি তিনি শুনেছেন।’