রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে সরদার বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডঃ মোল্লা মোঃ আবু কাওছার, সহ সভাপতি এ্যাডঃ তাপস পাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েল, রামপাল উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ আঃ ওহাব, বাগেরহাট জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম, জেলা স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক মোঃ মুস্তাফিজুর রহমান সোহেল, বাগেরহাট জেলা শাখা যুগ্ম আহবায়ক সরদার আঃ কাদের,বিশ্বজিৎ সরদার প্রমুখ। সম্মেলনে সরদার বোরহান উদ্দিনকে সভাপতি ও চয়ন মন্ডলকে সাধারণ সম্পাদক করে প্রাথমিক কমিটি ঘোষনা করা হয়েছে। ।