আবু হোসাইন সুমন, মোংলা : মোংলা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি গঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মো: ইমরান বিশ্বাস উপজেলা সভাপতি ও মো: তারিকুল ইসলাম উপজেলা সাধারণ সম্পাদক এবং মো: মিজান তালুকদার পৌর সভাপতি ও ফাহিম হাসান অন্তর পৌর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে শনিবার অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা-রামপালের (বাগেরহাট-০৩) সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট মোল্লা মো: আবু কাওছার।