ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মাদক, সন্ত্রাস, জঙ্গি, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে পাঁচ শতাধিক শিক্ষার্থী বাল্যবিবাহ বিরোধী সভায় অংশ নেয়।
সোমবার সকালে ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের সৈয়দা জামিলা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে এ সভার আয়োজন করে ঝালকাঠি থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফেরাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঝালকাঠির নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গির আলম। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এমএম মাহামুদ হাসান, সদর থানার অফিসার ইন-চার্জ মো. তাজুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দা জামিলা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সেকান্দার আলী খলিফা। মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক শতাতিক লোক উপস্তিত ছিলেন। সভায় বক্তারা বাল্য বিয়ে, মাদক ও জঙ্গিবাদের কুফল তুলে ধরে আলোচনা করেন।