কুষ্টিয়া সংবাদদাতাঃ কুষ্টিয়ায় ‘মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযানে’ প্রেস ব্রিফিং এ মাদকমুক্ত কুষ্টিয়া গড়তে সাংবাদিকদের সহায়তা কামনা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে কুষ্টিয়াতে কর্মরত সাংবাদিকদের কাছে এ সহায়তা কামনা করেন কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মিজানুর রহমান। ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এই প্রতিপাদ্য নিয়ে মাদকের অপব্যবহার বিরোধী অভিযান বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোস্তাক আহমেদ। প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। এ সময় বক্তারা বলেন, মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা তৈরী করতে। মাদকসেবীদের শুধু আটকিয়ে রাখাই সমাধান নয়, তাদের পূনর্বাসন করা প্রয়োজন। বক্তারা বলেন,শিক্ষার্থীসহ অভিভাবকদের মাদকের ব্যাপারে সচেতন করে তুলতে হবে। আমাদের কারণ পরিবার মাদকের আক্রান্ত হলে ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা ভয়াবহ আকার ধারন করবে। তাই এ ব্যাপারে এখনই বিশেষ গুরুত্ব দিতে হবে। বক্তারা আরও বলেন, মাদকসহ সমাজের বিভিন্ন অপরাধ নিমূলে বিচার বিভাগ, প্রশাসন ও সংসদের মধ্যে সমন্বয় থাকতে হবে। তাহলে সমাজ থেকে মাদকসহ সব ধরনের অন্যায়-অবিচার দুর করা সহজ হবে। মাদকসহ সমাজের বিভিন্ন অসঙ্গগতি তুলে ধরতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা। কুষ্টিয়া জেলা প্রশাসন ও কুষ্টিয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর আয়োজন করে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুর রশীদ চৌধুরী, জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি হাসিবুর রহমান রিজু, সাংগঠনিক সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সাফের নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক, চ্যানেল টুয়েন্টিফোরের ষ্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, সাংবাদিক আক্তার হোসেন ফিরোজ, রেজাউল করিম রেজা, এস এম আকরাম ও এস এম জামাল প্রমুখ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিথ ছিলেন।