মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে সজনে পাড়তে/ভাংতে গাছে উঠে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তি মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলাধীন কাহালপুর গ্রামে খূলনা-মাওয়া মহা-সড়কের কেনাই মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যুর শিকার যুবক ওই গ্রামের মৃত নুর হোসেন খা’র ছেলে আলামীন (২২)। স্থানীয়রা জানায়, ঘটনার সময় মাহা-সড়কের পাশের একটি সজনে গাছে সজনে পাড়ার জন্য ওঠে আলামীন, ওই সময় উক্ত গাছের একটি ডাল ওপরের বিদ্যুৎ লাইনের তারে মিলে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয় এবং নিচে পড়ে যায়। পরে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় মুহুর্তে এলাকা শোকাচ্ছন্ন হয়ে পড়ে। এ খবর লেখা পর্যন্ত আলামীন’র মৃত দেহ দাফনের প্রস্তুতি চলছিলো।