আবু হোসাইন সুমন, মোংলা : মোংলা বন্দর এলাকা থেকে বিদেশী সিগারেটসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) অপারেশন অফিসার লে: এম সেলিম বিশ্বাস জানান, গোপন সংবাদের মঙ্গলবার দুপুর ১টার দিকে বন্দর এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৪ হাজার পিচ বিদেশী সিগারেট (ঊঝঝঊ) সহ জাহিদ হাসান (২৬) নামের এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। আটককৃতকে দুপুরেই মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। আটক জাহিদ খুলনার পাইকগাছার গোপালপুরের রফিকুল গোলদারের ছেলে বলে জানায় কোস্ট গার্ড।