রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ রামপালে ভ্রাম্যমান আদালতে ৩ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে পৃথক ৩ টি মামলায়, বুধবার দুপুর ১ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার কুমার পাল । তার কার্যালয়ে আদালত বসিয়ে ৩ জনকে এ দন্ডাদেশ প্রদান করেন। নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১০ টায় ফয়লা বাজারের মেসার্স কৃষি ভান্ডারে মালিক মোঃ আঃ হান্নান ও তার পুত্র মোঃ আল আমীন অবৈধভাবে সার মজুদ ও বিক্রয় করছেন। ওই সময় কৌশলে আঃ হান্নান পালিয়ে যায়। তার পুত্র মোঃ আল আমীন (২৬) কে হাতেনাতে আটক করা হয়। পরে সার ও কীটনাশক নিয়ন্ত্রন অধ্যাদেশ আইনে ৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অভিযোগ রয়েছে সবুজ কৃষি ভান্ডার দীর্ঘ দিন অবৈধভাবে বিভিন্ন কৃষি পন্য বিক্রয় করে আসছিল। অপর দিকে পারগোবিন্দপুর আশ্রায়ন কেন্দ্র এলাকার পান্না শেখের পুত্র শামীম হাসান (১৯) কে জুয়া আইনে ২ শত টাকা জরিমানা করে তা আদায় করেন। আরও এক অভিযান চালিয়ে অবৈধভাবে সরকারি নদী, খালে বাঁধা জাল ধরার অপরাধে মোঃ আরিফ শেখ (২২) কে ৫ শত টাকা জরিমানা করা হয়।