আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন

প্রকাশঃ ২০১৮-০৩-০৬ - ১৮:০৫

বিজ্ঞপ্তি : আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাব মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কমকর্তার কার্যালয় যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে।
‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা’ প্রতিপাদ্যের আলোকে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহীন হোসেন, জেলা মহিলা বিষয়ক কমকর্তা হাসনা হেনা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. শরীফা হেমায়েত, বিশিষ্ট ব্যক্তিত্ব তহুরা হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদের তহমিনা বেগম মিনু, মহিলা ওয়ার্ড কাউন্সিলর তানিয়া খাতুন, কেএনকেএস সভানেত্রী অনিতা রায়, উন্নয়ন কর্মী শিল্পি আক্তার।
মানববন্ধনে জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ মহিলা পরিষদ, এডিডি ইন্টারন্যাশনাল, টিআইবি, ওয়ান-স্টপ ক্রাইসিস সেল, ব্র্যাক, শাপলা ফুল, রূপান্তর, কে এন কে এস, উদয়ন বাংলাদেশ, জুঁই মহিলা সমতি, আদর্শ দুঃস্থ মহিলা সমিতি, সমৃদ্ধি দুঃস্থ মহিলা সমিতি, শাপলাফুল, ষাটগম্বুজ নারী ও শিশু উন্নয়ন সংস্থা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।