রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালের ভিএসও আইসিএস ভলান্টিয়ারদের আয়োজনে এবং সগুনা সামাজিক উন্নয়ন ক্লাবের সহযোগিতায় কমিউনিটি একশ্যান ডে পালিত হয়েছে। “খাবার হোক পুষ্টিময়, ভাল থাকি সব সময়”এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকালে সগুনা মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে বাইনতলা ইউ.পি চেয়ারম্যান আব্দুল্লাহ ফকিরের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুশফিকুল আলম হালিম। সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, সুশিলনের প্রজেক্ট ডাইক্টেটর, উত্তরণের প্রকল্প পরিচালক সাদিকুল ইসলাম, ক্লাব সভাপতি সাংবাদিক অমিত পাল, সাধারণ সম্পাদক সুব্রত পাল, সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তুহিন বাদশা, অভিজিৎ পাল, শেখ আকবর আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভিএসও কোঅর্ডিনেটর ফিরোজ আহম্মেদ, প্রকল্প অফিসার আজিজুর রহমানম, বাংলাদেশ টিম লিডার আসমাউল হুসমা অন্তি, যুক্তরাজ্য টীম লিডার এনাবেল থমাস, মাহাদী, ইবরাতুল মুনতাহা, উমর রাজু, কাঞ্চন কুমার নাথ সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষিকা ও গন্যমান্য ব্যক্তিবর্গ ।