ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাও পীরগঞ্জ উপজেলায় থ্রি-হুইলার (পাগলু) উল্টে ফজিলা (৬০) নামের এক বৃদ্ধা ও কবিতা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৬ জন।
বুধবার বেলা সাড়ে ১২ টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ-কাতিহার পাকা সড়কে বেগুনগাও নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ফজিলা (৬০) ও কবিতা (৬) দুজনের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। ফজিলা তার নাতনি কবিতাকে নিয়ে রানীশংকৈলে শ্রমিকের কাজ করতো। নিহতরা সম্পর্কে নানি-নাতনি বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রানীশংকৈল থেকে যাত্রী বোঝাই একটি থ্রি-হুইলার পীরগঞ্জে আসার পথে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশ্বে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঠাকুরগাও পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান দূর্ঘটনায় মৃত্যুর কথা স্বীকার করে বলেন, নিহত দুজন সম্পর্কে নানী-নাতনি জানা গিয়েছে। তাদের বাসা জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। নিহতের লাশ ময়নাতদন্ত করার জন্য বলা হয়েছে। পরবর্তিতে তদন্ত সাপেক্ষে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে।