আবু হোসাইন সুমন, মোংলা : মোংলা-রামপালের (বাগেরহাট-০৩) সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যে প্রতিশ্রুতি দিয়েছেন তার চেয়েও অনেক বেশি কাজ করেছেন। আমরা নেতা-কর্মী হিসেবে গর্ববোধ ও অহংকার করতে পারি যে একমাত্র আমাদের দল আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের প্রত্যাশার চেয়েও অনেক বেশি উন্নয়ন করেছেন। তাই আগামী ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য নৌকা প্রতীকের জনমত গড়ে তুলতে হবে। এ জন্য নেতা-কর্মীদেরকে অবশ্যই বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। বুধবার সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এ সব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের দুর্গো হিসেবে যাতে মোংলা-রামপালকে আমরা আবারো উপহার দিতে পারি সেজন্য যে যার মত কাজ করে যেতে হবে। উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত এ আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার, সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ আ: জলিল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শেখ আ: রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফকির আবুল কালামসহ যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। আলোচনা সভায় আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।